১.
ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না
আমার এত সাধের কান্নার দাগ ধুয়ো না
সে যেন এসে দেখে পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি।
দোহাই গানের বীণা মন কে ভরে তুলো না
দেখেই তাকে ব্যাথার এ গান ভুলো না
সে যেন এসে শোনে তার বিরহে কি সুর আমি সেধেছি।
ক্লান্ত প্রদীপ ওগো হঠাৎ আলোয় ফুটো না
দেখেই তাকে উজার হয়ে উঠো না
সে যেন এসে জানে কোন আধারে এ রাত আমি বেঁধেছি।
২.
আমি অবুঝের মত একি করেছি !
আমারই অজান্তে হৃদয়েরও প্রান্তে, তোমার মুর্তি কেন গড়েছি?
ডেকেছিলে শুধু গান শুনতে, সুরের মায়াবী জাল বুনতে
কখন যে হয়ে গেছি মুগ্ধ সেই সুরে বীণা আমি ভরেছি
এখন কি হবে তুমিই বলো না
কিভাবে হৃদয়টাকে মেনে নেবে ক্ষণিকের ছলনা?
যে বাঁধন জড়ালাম চিত্তে, কি করে মানবো সে যে মিথ্যে
সাধ করে দেখেছি যে স্বপ্ন, দু’নয়নে সে কাজল পরেছি