গানের ঝরণাতলায় তুমি এলে
স্বপ্না চক্রবর্তী
এক এক্কে এক
দুই এক্কে দুই
পড়শীরা সব দেখে বলে ‘বুড়ি’ না কি মুই
তিন পেরিয়ে চারের কোটা হয়তো বা ছুঁই-ছুঁই
তবু খোকার বাপের কাছে ‘সদ্য ফোটা যুঁই
. আমি সদ্য ফোটা যুঁই ||
দুই দুগুণে চার
যোগ গুণ ভাগ বিয়োগ করো
. বাড়বে না সে আর
থম্ কে আছে তেনার চোখে
. বয়সটা আমার
যেন, লক্ লকিয়ে লতিয়ে ওঠা
. বর্ষাকালের পুঁই ||
আট দুগুণে ষোল
ঘরের কথা পরের কাছে
. বলব কত বলো ?
দু’দিন বাপের বাড়ি গেলে
. চক্ষু ছলো ছলো
‘ডিস্ কো’ নাচের তালে ঘরের
. ভাঙ্ বে সব কিছুই ||
দুই এক্কে দুই
পড়শীরা সব দেখে বলে ‘বুড়ি’ না কি মুই
তিন পেরিয়ে চারের কোটা হয়তো বা ছুঁই-ছুঁই
তবু খোকার বাপের কাছে ‘সদ্য ফোটা যুঁই
. আমি সদ্য ফোটা যুঁই ||
দুই দুগুণে চার
যোগ গুণ ভাগ বিয়োগ করো
. বাড়বে না সে আর
থম্ কে আছে তেনার চোখে
. বয়সটা আমার
যেন, লক্ লকিয়ে লতিয়ে ওঠা
. বর্ষাকালের পুঁই ||
আট দুগুণে ষোল
ঘরের কথা পরের কাছে
. বলব কত বলো ?
দু’দিন বাপের বাড়ি গেলে
. চক্ষু ছলো ছলো
‘ডিস্ কো’ নাচের তালে ঘরের
. ভাঙ্ বে সব কিছুই ||
ও ননদী
বল্ দেখি তুই
এক্ লা থাকি কি করে
তোর দাদা যে কেমন মানুষ
বে-আক্কেলে দেলম বেহুঁশ
সেই যে গেল, ‘আসছি’ বলে
আর কি ফেরার নাম করে ?
মন আমার ঘর-বার ঘর-বার করে ||
হায়, বলতে আমার পরান ফাটে
. রেতের বেলায় একলা কাটে
ছার-পোকাতে কাটে আমার
. বুঝবে কি তা’ অপরে
মন আমার ছট্ ফট্ ছট্ ফট্ করে ||
এই জনমের শত্রু আমার
. জ্বালায় পোড়ায় হাড় জেরবার
যদি দেখার হ’ত দেখিয়ে দিতাম
. আগুন জ্বলে অন্তরে
মন আমার ধুক্ পুক্ ধুক্ পুক্ করে ||
বল্ দেখি তুই
এক্ লা থাকি কি করে
তোর দাদা যে কেমন মানুষ
বে-আক্কেলে দেলম বেহুঁশ
সেই যে গেল, ‘আসছি’ বলে
আর কি ফেরার নাম করে ?
মন আমার ঘর-বার ঘর-বার করে ||
হায়, বলতে আমার পরান ফাটে
. রেতের বেলায় একলা কাটে
ছার-পোকাতে কাটে আমার
. বুঝবে কি তা’ অপরে
মন আমার ছট্ ফট্ ছট্ ফট্ করে ||
এই জনমের শত্রু আমার
. জ্বালায় পোড়ায় হাড় জেরবার
যদি দেখার হ’ত দেখিয়ে দিতাম
. আগুন জ্বলে অন্তরে
মন আমার ধুক্ পুক্ ধুক্ পুক্ করে ||
ও বাবু,
পান খেয়ে যান, পান খেয়ে যান
‘মন মোহিনী’র পান
বাংলা পাতা
খয়ের ছাড়া
মিষ্টি, সাদা পান
মৌরী, এলাচ, চমন-বাহার
আর দেব কিমাম
মন মোহিনীর পানের খিলি
ষাট পয়সা দাম ||
মন-মোহিনীর হাতের সাজা
পানের অনেক গুণ
পুড়বে না গাল, লাগবে না ঝাল
একটা খেয়ে দেখুন
মৌতাতে মন থাকবে মজে
করতে হবে নাম
মন মোহিনীর পানের খিলি
ষাট পয়সা দাম |
সাহেব-বিবি-গোলাম সবাই
পানের খরিদ্দার
বারে বারে আসতে হবে
খেলে একটিবার
সু-নাম ছড়ায় মুখে মুখে
শহর থেকে গ্রাম
মন মোহিনীর পানের খিলি
ষাট পয়সা দাম ||
পান খেয়ে যান, পান খেয়ে যান
‘মন মোহিনী’র পান
বাংলা পাতা
খয়ের ছাড়া
মিষ্টি, সাদা পান
মৌরী, এলাচ, চমন-বাহার
আর দেব কিমাম
মন মোহিনীর পানের খিলি
ষাট পয়সা দাম ||
মন-মোহিনীর হাতের সাজা
পানের অনেক গুণ
পুড়বে না গাল, লাগবে না ঝাল
একটা খেয়ে দেখুন
মৌতাতে মন থাকবে মজে
করতে হবে নাম
মন মোহিনীর পানের খিলি
ষাট পয়সা দাম |
সাহেব-বিবি-গোলাম সবাই
পানের খরিদ্দার
বারে বারে আসতে হবে
খেলে একটিবার
সু-নাম ছড়ায় মুখে মুখে
শহর থেকে গ্রাম
মন মোহিনীর পানের খিলি
ষাট পয়সা দাম ||