রাত হল নিঝুম ফুলের দু’চোখে ঘুম,
চাঁদ ঐ জেগে রয়
আজ শুধু কথা কয়, রাত হল নিঝুম-----
মন নাই প্রেম নাই আপনারে যেন তাই
কত একা মনে হয় হাওয়া শুধু কথা কয় , রাত হল----
নিবু নিবু হল তারার প্রদীপ গো আপনার সাথে একা একা কথা কই
এই মালা এই ফুল মনে হয় সবই ভুল, আমি যেন কারো নয়
হাওয়া শুধু কথা কয় | রাত হল---