সুধীন সরকার

শোন’ শোন’ শোন সবাই ‘সাতের পাঁচালী’
সংখ্যা সাতের কেরামতির কথাই শুধু বলি
.                     শোন’ ‘সাতের পাঁচালি’ ||

সাত পুরুষের ভাগ্য ভালো যদি ঘরের বউ
সাত চড়ে ‘রা’ নাহি কাড়ে মুখে ঝড়ে মউ
সাত জন্মের পাপের বোঝা
যদি সে হয় দশ ভূজা
সাতপাকের ঐ সাথী যদি স্বভাবে হয় ‘মা কালী
.                     শোন’ ‘সাতের পাঁচালি’ ||

সাত-সকালে ঘুমের থেকে  উঠেই সপ্তসুরে
গিন্নী যখন  বিসমিল্লার সানাই দেন জুড়ে
‘বাজারে যাও’ -------লাগায় তাড়া
তখন ভাবি,  ‘হে মা তারা’
ভুল করে হায় কেন আমায় ‘স্বামী’ করে পাঠালি  ?
.                    শোন’ ‘সাতের পাঁচালি’  ||

সাতের রাজার ধন একটি মানিক ঘরে যদি আসে
শূন্য ঘরে চাঁদের আলো ঝিলিক্ দিয়ে হাসে
সাতেও নেই পাঁচেও নেই
তবু তো রেহাই নেই
সাত-সতেরো না ভেবে এই করে গেলাম হেঁয়ালী
.                    শোন’ ‘সাতের পাঁচালি’ ||
Make a website for free Webnode