শুধু গান গেয়ে পরিচয়
চলার পথে ক্ষণিক দেখা
একি শুধু অভিনয়।।
এই অবুঝ মনে কে যে ক্ষণে ক্ষণে
চুপি চুপি দোলা দেয়
ওগো জোছনা তুমি বলো না
কেন যে উতলা এ হৃদয়।।
জানি সাঁঝের বেলা ফেলে সকল খেলা
নীড়ে পাখি ফিরে যায়
তবু আকাশে, গানের আভাসে
চলারো কাহিনী লেখা রয়।।
ঈশারায় শিষ দিয়ে
আমাকে ডেকো না।
কামনার চোখ নিয়ে
আমাকে দেখো না।
লাজে মরি মরি মরি গো।।
ষোলটি বছর পার হয়ে
বুঝিনি কখনো আগে।
জীবনে প্রথম ফাগুন এলেই
মনেতে আগুন লাগে।
সে আগুন তুমি লাগালে যখন
এখন আমি কি করি।।
না পারি রইতে, না পারি সইতে
পাগল করে যে দিলে।
নেভে না জলে, এ কোন্ জ্বালা
অঙ্গে জড়িয়ে নিলে।
সে জ্বালা মেটাতে প্রেমের সাগরে
দুজনেই ডুবে মরি।।
এই পৃথিবীর পরে
কত ফুল ফোটে আর ঝরে।
সে কথা কি কোনোদিন
কখনো কারো মনে পড়ে।।
তবুও তো ফোটে ফুল
পাখি গান গায়।
ভাবিনা তো কেউ তারে
চায় কি না চায়।
ফুলের প্রাণে, পাখির গানে,
কত না আশা রয় অগোচরে।।
সারা নিশি জ্বলে কত
দীপ নিভে যায়।
নিজেরে পোড়ায় ধূপ
গন্ধ বিলায়।
দীপের কথা, ধূপের ব্যথা
স্মরণ করো কোনো অবসরে।।