সত্য চৌধুরী

তোমার আকাশে এসেছিনু  হায় আমি কলঙ্কি চাঁদ
দূর হতে  শুধু ভালবেসেছিনু সে তো নহে অপরাধ ||
.       তুমি তো জানিতে আমার হিয়ার তলে
.       কোন্ সে বেদনা কলঙ্ক হয়ে দোলে-----
মোর জোছনায় টুটে গেল তাই তোমার মনের বাঁধ | |
.        কলঙ্ক মোর দেখেছে সবাই তুমি দেখেছিলে আলো,
.        মোর কলঙ্কে গৌরব মানি তাই বেসেছিলে ভালো |
.        অঙ্গে তোমার মোর ছায়া লাগে পাছে
.        ভালোবেসে তবু তোমারে চাহিনি কাছে ;
দূর কালিমাতে জ্বলে আজও তাই অপূর্ণ মোর সাধ ||
 
 
 
পথ ছেড়ে দাও প্রিয়া সময় নাহি যে আর,
জীবনে আমার পরম লগ্ন এলো জয়যাত্রার ||
ওই শোনো আজ দাঁড়ায়ে দুয়ারে
বন্দিনী দেশ ডাকে বারে বারে-----
যাবার বেলায় মোর হাতে দাও মালা নয়, তরবার ||
যদি ফিরে নাহি আসি অশ্রু ফেলো না,
তুমি যে বীরের প্রিয়া-----
তব সীমন্তে কুমকুম দিও গো মোর বুকের শোনিত দিয়া  |
আমার রয়েছে অগ্নির বাসর,
স্বপ্ন দেখার নাহি অবসর------
মালা দিয়ে তারে কেন বাঁধো যার দু’হাতে শিকলহার ||
 
 
 
 
কত যে ব্যথা ভুলালে জীবনে প্রিয়া |
আহত মম বুকের পরে কোমল কপোল রাখি
‘আমি আছি তব সাথে গো’ তুমি বলেছ আমারে ডাকি
যবে একা ছিনু এই ভুবনে প্রিয়া  ||
নিঠুর ধরণী বারে বারে দিয়েছে আঘাত মোরে,
কত না বরষা নীরবে মোর আঁখি হতে গেছে ঝরে
সেই অশ্রু মোছালে গোপনে প্রিয়া  ||
এ জীবন মোর ছিল মরুসম তুমি আনিলে বসন্ত,
বুঝিনু সহসা আমার ভুবনে আছে মাধুরী অনন্ত
যবে কাছে এলে মৃদু চরণে প্রিয়া  ||
Make a website for free Webnode