গানের ঝরণাতলায় তুমি এলে
সতীনাথ মুখোপাধ্যায়
যেদিন তোমায় আমি দেখেছি
কত রঙে ছবি এঁকে রেখেছি
কি করে তোমায় বলো ভুলে যাই |
স্বপনের যে মালাটি অলখে
মনে মনে গাঁথা হল পলকে
কি করে সে মালা আমি খুলে যাই ||
আমার উদাসী পথ সাজায়ে
এলে যবে মঞ্জীর বাজায়ে
সে দোলায় আজও আমি দুলে যাই ||
আমার প্রথম কথা কে তুমি
তোমার প্রথম সাড়া হাসিতে ;
তোমার প্রথম সুর নূপুরে
আমার প্রথম গান বাঁশিতে |
স্মরণ সুধায় তারা রয়েছে
সেই আবেশ মোর গানে তুলে যাই ||
কত রঙে ছবি এঁকে রেখেছি
কি করে তোমায় বলো ভুলে যাই |
স্বপনের যে মালাটি অলখে
মনে মনে গাঁথা হল পলকে
কি করে সে মালা আমি খুলে যাই ||
আমার উদাসী পথ সাজায়ে
এলে যবে মঞ্জীর বাজায়ে
সে দোলায় আজও আমি দুলে যাই ||
আমার প্রথম কথা কে তুমি
তোমার প্রথম সাড়া হাসিতে ;
তোমার প্রথম সুর নূপুরে
আমার প্রথম গান বাঁশিতে |
স্মরণ সুধায় তারা রয়েছে
সেই আবেশ মোর গানে তুলে যাই ||
কথা- গৌরীপ্রসন্ন মজুমদার
সুর ও শিল্পী- সতীনাথ মুখোপাধ্যায়
পথে পথে ওই বকুল পড়িছে ঝরিয়া,
চাঁদের স্বপনে নভোনীল গেছে ভরিয়া |
এসেছো কি তুমি প্রেয়সী
আমি জাগি রাত স্বপ্ন স্বর্গ গড়িয়া ||
রাঙা দোপাটিতে খোঁপাটি তোমার সাজায়ে
চরণে চরণে মধুমঞ্জীর বাজায়ে
এসেছো কি তুমি প্রেয়সী
সুরভিত ওই বাঁকা পথরেখা ধরিয়া ||
পবনের দোল নীপবনে কী গো শোনোনি ?
আকাশে আকাশে রাতের তারা তো গোননি |
অশোকে পলাশে দু’টি পদতল রাঙায়ে
পথের দু’পাশে অতসীর ঘুম ভাঙায়ে
এসেছ কি তুমি প্রেয়সী
তোমারে এবার লব যে আপন করিয়া ||
সুর ও শিল্পী- সতীনাথ মুখোপাধ্যায়
পথে পথে ওই বকুল পড়িছে ঝরিয়া,
চাঁদের স্বপনে নভোনীল গেছে ভরিয়া |
এসেছো কি তুমি প্রেয়সী
আমি জাগি রাত স্বপ্ন স্বর্গ গড়িয়া ||
রাঙা দোপাটিতে খোঁপাটি তোমার সাজায়ে
চরণে চরণে মধুমঞ্জীর বাজায়ে
এসেছো কি তুমি প্রেয়সী
সুরভিত ওই বাঁকা পথরেখা ধরিয়া ||
পবনের দোল নীপবনে কী গো শোনোনি ?
আকাশে আকাশে রাতের তারা তো গোননি |
অশোকে পলাশে দু’টি পদতল রাঙায়ে
পথের দু’পাশে অতসীর ঘুম ভাঙায়ে
এসেছ কি তুমি প্রেয়সী
তোমারে এবার লব যে আপন করিয়া ||
কথা - শ্যামল গুপ্ত
সুর ও কণ্ঠ - সতীনাথ মুখার্জী
না যেও না গো চলে যেও না
ওগো মধুরাতি মোর সাথিরে লয়ে |
ঝরামালা বুকে নিয়ে জানো নাকি হায়
সারাবেলা যাবে শুধু বেদনা বয়ে ||
গানে গানে বাঁশি মোর মিনতি জানায়
তারাজাগা ছায়ামেশা গগন কোনায় |
কাছে পেয়ে হারাতে যে মনে জাগে ভয়
দূরে গেলে আঁখি ঝুরে উদাসী হয়ে |
সুর ও কণ্ঠ - সতীনাথ মুখার্জী
না যেও না গো চলে যেও না
ওগো মধুরাতি মোর সাথিরে লয়ে |
ঝরামালা বুকে নিয়ে জানো নাকি হায়
সারাবেলা যাবে শুধু বেদনা বয়ে ||
গানে গানে বাঁশি মোর মিনতি জানায়
তারাজাগা ছায়ামেশা গগন কোনায় |
কাছে পেয়ে হারাতে যে মনে জাগে ভয়
দূরে গেলে আঁখি ঝুরে উদাসী হয়ে |
কথা - শ্যামল গুপ্ত
সুর ও কণ্ঠ - সতীনাথ মুখার্জী
বনের পাখি গায় বোলো না বোলো না,
ফাগুন মায়া শুধু ছলনা ছলনা |
কনকচাঁপা ডাকে আয় আয় রে -----
মাধবী রাতি চলে যায় রে |
তমাল তলে ওই বেণু বাজে
শিহর লাগে হিয়া মাঝে----
চাঁদের দোলায় মেঘের দোলনা ||
যে মধু তিথি বিফলে হারায়
কভু সে ফিরে আসে না হায় |
দাও না সাড়া গানে গানে
মনের মুকুল রাঙায়ে তোলে না তোলে না |
সুর ও কণ্ঠ - সতীনাথ মুখার্জী
বনের পাখি গায় বোলো না বোলো না,
ফাগুন মায়া শুধু ছলনা ছলনা |
কনকচাঁপা ডাকে আয় আয় রে -----
মাধবী রাতি চলে যায় রে |
তমাল তলে ওই বেণু বাজে
শিহর লাগে হিয়া মাঝে----
চাঁদের দোলায় মেঘের দোলনা ||
যে মধু তিথি বিফলে হারায়
কভু সে ফিরে আসে না হায় |
দাও না সাড়া গানে গানে
মনের মুকুল রাঙায়ে তোলে না তোলে না |
কথা - শ্যামল গুপ্ত
সুর - সতীনাথ মুখার্জী
এই বসন্ত জানালে বিদায়, ওগো জীবনের অলস বেলায়
কোনো নিরালা ক্ষণে বলো আর মনে হবে কি গো আমায় ||
আর কোনোদিন
ভুলে থাকা স্মরণের বীণ
জানি নাকো বাজাবে কিনা তুমি মোর সুরের মায়ায় ||
জানি এ তো দুরাশা আমার----
কত গান শুনে ভালো লেগেছে তোমার,
তার মাঝে এ গানের দাম বলো কতটুকু আর |
জাগে তবু সাধ
ক্ষমা করো মোর এই অপরাধ ;
আজ বুকে কি ব্যথা কাঁদে পারি না তো বোঝাতে তোমায় ||
সুর - সতীনাথ মুখার্জী
এই বসন্ত জানালে বিদায়, ওগো জীবনের অলস বেলায়
কোনো নিরালা ক্ষণে বলো আর মনে হবে কি গো আমায় ||
আর কোনোদিন
ভুলে থাকা স্মরণের বীণ
জানি নাকো বাজাবে কিনা তুমি মোর সুরের মায়ায় ||
জানি এ তো দুরাশা আমার----
কত গান শুনে ভালো লেগেছে তোমার,
তার মাঝে এ গানের দাম বলো কতটুকু আর |
জাগে তবু সাধ
ক্ষমা করো মোর এই অপরাধ ;
আজ বুকে কি ব্যথা কাঁদে পারি না তো বোঝাতে তোমায় ||
কথা - শ্যামল গুপ্ত
সুর - সতীনাথ মুখার্জী
যেথায় গেলে হারায় সবাই ফেরার ঠিকানা গো,
আজ ডাক এসেছে আমার সে দেশ থেকে |
বিদায় নেব একটিবার শুধু তোমায় দেখে ||
অনেক ভেবে বুঝেছি হায় থাকলে আমি কাছে,
দেখব শুধু কন্ঠ তোমার নীরব হয়ে আছে |
আমায় সরিয়ে দিয়ে নিয়তি তাই তোমার গানের ডালা
যাবে মুখর করে রেখে ||
মনে আমার ভয় ছিল গো ভেবে যে সেই কথা-----
তুমি সইতে কি আর পারবে আমার চলে যাওয়ার ব্যথা ?
আজ হার মেনেছি নিজেই আমি বিদায় নেবার দুখে,
বুঝি নি তা বাজবে এমন আমার ভাঙা বুকে |
তবু এ প্রেম আমার যেমন করে তোমায় পেতে চায়------
তাই শুনিয়ে গেলাম ডেকে ||
সুর - সতীনাথ মুখার্জী
যেথায় গেলে হারায় সবাই ফেরার ঠিকানা গো,
আজ ডাক এসেছে আমার সে দেশ থেকে |
বিদায় নেব একটিবার শুধু তোমায় দেখে ||
অনেক ভেবে বুঝেছি হায় থাকলে আমি কাছে,
দেখব শুধু কন্ঠ তোমার নীরব হয়ে আছে |
আমায় সরিয়ে দিয়ে নিয়তি তাই তোমার গানের ডালা
যাবে মুখর করে রেখে ||
মনে আমার ভয় ছিল গো ভেবে যে সেই কথা-----
তুমি সইতে কি আর পারবে আমার চলে যাওয়ার ব্যথা ?
আজ হার মেনেছি নিজেই আমি বিদায় নেবার দুখে,
বুঝি নি তা বাজবে এমন আমার ভাঙা বুকে |
তবু এ প্রেম আমার যেমন করে তোমায় পেতে চায়------
তাই শুনিয়ে গেলাম ডেকে ||