শৈল দেবী

বরষার মেঘ নামে
.           ঝর ঝর বরিষণে
প্রথম আষাঢ় সাঁঝে
.           চামেলি সে জাগে বনে |
হেরিয়া এমনি মেঘে
কে গো একা ছিল জেগে,
জ্বেলেছিল ম্লান দীপ
.           কার গৃহ বাতায়নে ?
নূপুর খুলিয়া ফেলে
কে গো অভিসারে গেলে ?
সে কোন্ অতীত লয়ে
কার আঁখিজল বয়ে
এমন বাদল রাতি
.           কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে ?