ও ঠাকুর পো,
আমার মাথা খাও
পোস্টাপিসে যাও
তোমার দাদার চিঠি এল কি-না
একটু খবর নাও ||
পাড়ায় পাড়ায় চিঠি বিলোয়
পোস্টাপিসের পিওন
আমার কে দেয় না চিঠি
পোড়া কপাল এমন
বছর ঘুরে পার হতে যায়
বোঝ না কি তাও ?
বিয়া-সাদি করলে না, ভাই
বুঝবে কেমন করে
বুঝতে তুমি বউটি তোমার
গেলে বাপের ঘরে
দেখে নিতাম এক্ লা তুমি
কি করে কাটাও ?