১.
যদি গো কাছে আসি ফিরায়ো না অভিমানে,
আমি কেন আসি হায়, সে তো শুধু হিয়া জানে।।
আজি এই নিরালাতে চাঁদ জাগা মধুরাতে
তব আঁখি দুটি কি গো চাহিবে না মোর পানে।।
মোর মনোবনে যত ফুল ফোটে সে কী শুধু অকারণে,
সে কী ওগো হায় ঝরে যাব আজি ব্যথার অশ্রুসনে ?
তাই শুধাই মানসী প্রিয়া আজি জাগে না কি তব হিয়া,
মনের মুকুল কি গো ফুটিবে না মোর গানে।।