যুথিকা রায়

এমনি বরষা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন
তব হাতে ছিল অলস বীন, মনে কি পড়ে প্রিয় ?
আমি শুধানু তোমায় বলো দেখি, কোনদিন মোরে ভুলিবে কি ,
আঁখিপাতে বারি দুলিবে কি, আমার তরে প্রিয় ? এমনি বরষা ছিল...
মোর হাতখানি ধরে কহিলে ,হায় মন দিয়ে মন ভোলা কি যায় ?
কাঁদিবে আকাশ মোর ব্যথায়, বাদল ঝরে প্রিয়
হায় তুমি নাই বলে মোর সাথে , তাই কি বিরহ বরষাতে
এত বারি ধারা আজি রাতে, অঝরে ঝরে প্রিয় | এমনি বরষা...
 
 
 
কথা - শ্যামল গুপ্ত
সুর ও কণ্ঠ - যূথিকা রায়

মন্দিরে নয়, সেথায় যাব প্রাণের কুসুম লয়ে
যেথায় তুমি লুকিয়ে আছ জন্মভূমি হয়ে  ||
ধূলার ধরণীতে
তোমার কাছে নিয়ে গেছি, পারি নি আর দিতে-------
ঋণী হয়েই সারা জীবন সেথায় গেলাম রয়ে ||
চেয়েছিলাম হতে তোমার মনের মতো হায়,
ভাগ্য আমার নিঠুর এমন তাও কি হওয়া যায় !
সব অপরাধ জেনে
জানি তবু করবে ক্ষমা নেবে মোরে মেনে------
এই আশাতেই যায় গো চোখের অশ্রুধারা বয়ে  ||