মোহাম্মদ রফি

১.
এ জীবনে যদি আর কোনদিন দেখা হয় দু’জনার
এই তুমি আর এই আমি ওগো নেই তো সেদিন আর।। 
সেদিন তোমার আলোর ভরানো রাত্রি
আমি পথহারা অজানা পথের যাত্রী,
তোমার নয়নে নতুন আশার আলো, আমার কন্ঠে জাগে সুর নিরাশার।।  
ক্ষতি নেই যদি মনে হয় ওগো এই তিথি ছিল মিছে,
যার আছে আলো সে কি কভু আর ছোটে আলেয়ার পিছে। 
তবু এই রাত ভরে থাক্ মধুগন্ধে,
চরণে তোমার বাজুক, নূপুর ছন্দে
আমার নিরালা কুঞ্জছায়ায় আজি নীরবে তোমার হয় যেন অভিসার।।
 
 
 
কথা - প্রণব রায়, সুর - বিনোদ চট্টোপাধ্যায়, কণ্ঠ - মহম্মদ রফি

নাই বা পরিলে আজ মালা চন্দন,
বিনা সাজে তুমি মোর মনের মতন ||
না-ই দিলে কবরীতে ফুল, পড়ে থাক্ মুকুতার দুল,
কেন আলতার অনুরাগে রাঙাও চরণ ||
এলো চুলে না-ই আজ বাঁধলে বেণী, সেই তো ভালো,
মিছেই কাজল দাও ও দুটি চোখে, সে যে আপনি কালো |
না-ই থাক্ কুমকুম টিপ, তবু তুমি রূপের প্রদীপ------
প্রিয়া, আমার নয়ানে তুমি নিতুই নূতন ||