মান্না দে ৩য় পাতা

২১.
যে সমাধি বেদিটার ঠিক উপরে
ঝুলন্ত গাছটা পড়েছে নুয়ে
ওখানে যে রয়েছে শুয়ে
তার ভাগ্যকে আমি ঈর্ষা করি।।

ফুল নিয়ে আসতে যখন
ভুলে যাবে সব প্রিয়জন।

ঐ গাছটা তখন তার ফুল ঝরাবেঐ
বেদিটা শিশির দিয়ে রাখবে ধুয়ে
ওখানে যে রয়েছে শুয়ে
তার ভাগ্যকে আমি ঈর্ষা করি

চিরদিন রাখবে মনে
এমন সময় কারো নেই
এতো কারো অপরাধ নয়
কালের খেলাই হলো এই

এ জীবনে সত্য সেটা মেনে নিতে দোষ কি
যত দিন পোহাবে স্মৃতি পুরানো হবে
কে তাকে চিরটা কাল থাকবে ছুঁয়ে
ওখানে যে রয়েছে শুয়ে
তার ভাগ্যকে আমি ঈর্ষা করি।।


২২.
আমায় একটু জায়গা দাও মন্দিরে বসি
আমি অনাহূত একজন, অনেক দোষেতে দোষী।।

আমি সবার পিছনে থাকবো শুধু মনে মনে মাকে ডাকবো
কারো কাজে বাধা দিলে সাজা দিও যত খুশী
আমায় সাজা দিও যত খুশী।।

ভেব না হঠাত্ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব
দুর থেকে শুধু চোখের জলেতে মার রাঙা পা ধুয়ে দেব।

শুধু আরতি যখন করবে, মা’র পূজাদীপ তুলে ধরবে
আমাকে দেখতে দিয়ো মায়ের একটু হাসি।।

 

 

Make a free website Webnode