মাধুরী চট্টোপাধ্যায়

ওগো শুনি তব বাঁশি, কাছে যেতে কত বাধা---
তুমি মোর শ্যাম, ওগো আমি যে তোমারই রাধা ||
আঁধারের মাঝে অলক মিলায়ে যায়,
ফুলের সুরভি বাতাসে মিশিতে চায়---
তারই সুরে যেন এ দুটি হৃদয় সাধা  ||
বেদনার জ্বালা এ মোর মালাতে নাই,
মনে মনে দীপ নীরবে জ্বালাতে চাই---
অলখ বাঁধনে তুমি আর আমি বাঁধা ||
 
 
 
 
 
আনন্দ আজ ধরে না আর
আজকে মা তোর বিয়ে
চোখের জলে ভিজিয়ে তোকে
দিলাম যে সাজিয়ে॥

আদর সোহাগ দিয়ে তোকে
তুলেছি যে গড়ে
আমায় ছেড়ে যাবি যে তুই
অন্য আর এক ঘরে
(তবু) বিদায় তোকে দিতে হবে
দু’চোখ ভিজিয়ে॥

এক মুঠো চাল দিলি যে শোধ
ঐ তো মায়ের ঋণ
ভাঙা বুকের মাঝখানেতে তুই
থাকবি চিরদিন
থাকিস সুখে সবাইকে তুই
আপন করে নিয়ে॥