বেচু দত্ত

কথা - প্রণব রায়, সুর - দুর্গা সেন, কণ্ঠ - বেচু দত্ত

কোনো কথা আর শুধাবো না আজি বিদায় গোধূলি বেলা,
শেষ কথা শুধু বলে যাও একি ভালবাসা না এ খেলা  ||
ভালো কি লাগে নি মোর যত গান,
কিছু অনুরাগ কিছু অভিমান--------
আমার ছোঁয়ায় মন ভোলে তব জাগে নি কি মধুমেলা ||
জানি তোমার আমার এই পরিচয় ভুলে যাবে একদিন,
হয়তো কখনও ঘুমভাঙা রাতে বাজিয়ে স্মৃতির বীণ |
নয়নে আমার রাখিয়া নয়ন
কভু কি দেখো নি মধুর স্বপন------
আজ বলে যাও যাহা দিতে চাও মালা, না সে অবহেলা  ||
 
 
কথা - প্রণব রায়, সুর - শচীন দেব বমর্ণ, কণ্ঠ - বেচু দত্ত

নিদহারা আজ রাতে গায় পাপিয়া---
এই রাত যাবে কি ভুলিয়া  ||
চামেলি বিতানে আধোছায়া চাঁদিনী,
মনোবীণাতারে মৃদু মৃদু রাগিণী,
মোর জীবনে এই রাত আর না ফিরে আসিবে
এই বসন্ত চাঁদনি আর না কভু হাসিবে---
নিভু এ দীপশিখা ওঠে দুলিয়া | |
কী হবে গো ভাবিয়া ও জীবনে কি পেলাম,
জীবনে দেয়া নেয়া ভালোবাসা তারই নাম |
তৃষিত ও হৃদয়ের পিয়ালাটি ভরে নাও---
যে সুরে পাপিয়া ডাকছে পিয়া  ||
জানি পোহাবে হায় এই মধু যামিনী,
মনে রবে না আর আজিকার এ কাহিনী  |
তবু হিয়া মম এই কথা আজি শুধায়,
গোধূলি মায়াসম প্রেম সে কি মুছে যায়---
যাও যদি সেই কথাটি যাও বলিয়া |