বাণী ঘোষাল

রিনিক ঝিনি ঝিনি চিনি তারে চিনি
সুর ঝরালো মন ভরালো ( তার ) কঙ্কন কিঙ্কিনী  ||
বুঝি সে সাঁঝের ছায় জল নিতে ঘাটে যায়
নূপুর বাজে পায় সে ফিরে ফিরে চায়---
এমন করে সাড়া কভু দেয়নি কোনোদিনই ||
ময়ূরগুলো তার পানে ওই শুধু চেয়ে থাকে,
মন বলে ইশারাতে আমায় কাছে ডাকে |
কেন যে অকারণ উতলা হল মন ----
কত কী যে চাই ভাবি শুধু তাই,
আমায় যেন কত ঋণে করলো সে আজ ঋণী ||