১.
এ মন কেমন করে জেনেছে
তুমি আসবে আবার এই আমারই কাছে
তাই তো আমার বুকে এ প্রেম নিবিড়ে আজও ঘুমিয়ে আছে।।
একবারও বলি নি তো যেও না,
বলেছি তোমায় ফিরে চেও না
বিদায় নেবার ক্ষণে ব্যথা লাগে পাছে।।
কতদিন কতরাত এমনি গেছে এমনি তো আরও কত যাবে,
কে জানে কখন কবে আমার পথের দিশা
তোমার নয়ন খুঁজে পাবে।
আমি তবু পথ চেয়ে রয়েছি,
তোমার চরণধ্বনি আমার হৃদয় যাচে।।