গানের ঝরণাতলায় তুমি এলে
কুন্দন লাল সায়গাল
কথা - প্রণব রায়, সুর - সুবল দাশগুপ্ত, কণ্ঠ - কুন্দন লাল সায়গাল
নাই বা ঘুমালে প্রিয়, রজনী এখনো বাকী
প্রদীপ নিভিয়া যায়, শুধু জেগে থাক্ তব আঁখি |
এখনো দুয়ার পাশে হেনার ও সুরভী আসে,
পিয়া পিয়া বলে ডাকে সাথীহারা, সাথীহারা কোনপাখী |
আকাশের বুকে চাঁদ, মোর বুকে তব মুখ জাগে,
আমি চেয়ে চেয়ে দেখি, কারে সুন্দরতর লাগে |
এ মধু মাধবীরাতে, জেগে রব দু’জনাতে
জড়াব দু’টি হৃদয়ে একটি প্রেমের রাখী ||
নাই বা ঘুমালে প্রিয়, রজনী এখনো বাকী
প্রদীপ নিভিয়া যায়, শুধু জেগে থাক্ তব আঁখি |
এখনো দুয়ার পাশে হেনার ও সুরভী আসে,
পিয়া পিয়া বলে ডাকে সাথীহারা, সাথীহারা কোনপাখী |
আকাশের বুকে চাঁদ, মোর বুকে তব মুখ জাগে,
আমি চেয়ে চেয়ে দেখি, কারে সুন্দরতর লাগে |
এ মধু মাধবীরাতে, জেগে রব দু’জনাতে
জড়াব দু’টি হৃদয়ে একটি প্রেমের রাখী ||
কথা - প্রণব রায়, সুর - রাইচাঁদ বড়াল, কণ্ঠ - কুন্দন লাল সায়গাল
ছায়াছবি - পরিচয়
যখন র’ব না আমি দিন হলে অবসান,
আমারে ভুলিয়া যেও মনে রেখো মোর গান ||
আমার ফুলে ধূলা যদি লাগে ভুলে,
গানের কুসুমগুলি হবে না তো কভু ম্লান |
মোর জীবনের যত ভুল, তুমি ভুলে যেও সেইদিন
মোর জীবনের যত ভূল নিয়ে যায় নিশি ভোরে,
যে দিন হল মলিন |
সেই স্মৃতি হবে মোর বিদায়বেলার দান ||
ছায়াছবি - পরিচয়
যখন র’ব না আমি দিন হলে অবসান,
আমারে ভুলিয়া যেও মনে রেখো মোর গান ||
আমার ফুলে ধূলা যদি লাগে ভুলে,
গানের কুসুমগুলি হবে না তো কভু ম্লান |
মোর জীবনের যত ভুল, তুমি ভুলে যেও সেইদিন
মোর জীবনের যত ভূল নিয়ে যায় নিশি ভোরে,
যে দিন হল মলিন |
সেই স্মৃতি হবে মোর বিদায়বেলার দান ||
এই পেয়েছি অনল জ্বালা
তারেই শুধু চাই,
হারিয়ে গেলাম আপনারে
দুঃখ কিছুই নাই |
শিশুর মত অবুঝ খেলা
খেলেছিনু সারাবেলা,
মাটির পুতুল ভেঙে দিলাম আমি
আপন হাতে তাই |
চলার পথে পাইনি আমি কী যে
খুঁজব কেন আর,
চেয়েছিলাম আমি জয়ের মালা
তাই মেনেছি হার |
সেই তো সুখের সার |
তবু যেন কোথায় আজি
একটি ব্যথা ওঠে বাজি,
ওগো আমার চোখের জলে কাহার
অশ্রুধারা পাই ||
তারেই শুধু চাই,
হারিয়ে গেলাম আপনারে
দুঃখ কিছুই নাই |
শিশুর মত অবুঝ খেলা
খেলেছিনু সারাবেলা,
মাটির পুতুল ভেঙে দিলাম আমি
আপন হাতে তাই |
চলার পথে পাইনি আমি কী যে
খুঁজব কেন আর,
চেয়েছিলাম আমি জয়ের মালা
তাই মেনেছি হার |
সেই তো সুখের সার |
তবু যেন কোথায় আজি
একটি ব্যথা ওঠে বাজি,
ওগো আমার চোখের জলে কাহার
অশ্রুধারা পাই ||
প্রেমের পূজায় এই তো লভিলি ফল
উষর মরুতে কেন দিলি আঁখিজল ?
. আসে আঁধিয়ার,
. নাহি পথ আর,
এ যে কাঁটা শুধু কোথা আছে ফুলদল ?
কে তুমি কহিছো সবারে বাসিতে ভালো ?
জ্বলায়ে হৃদয় জ্বালিতে প্রেমের আলো ?
. অলখে রহিয়া কে যাও কহিয়া,
. সুন্দর প্রেম সে যে চারুহেম
. দুখের নিকষে রহে সে চির-উজল ||
উষর মরুতে কেন দিলি আঁখিজল ?
. আসে আঁধিয়ার,
. নাহি পথ আর,
এ যে কাঁটা শুধু কোথা আছে ফুলদল ?
কে তুমি কহিছো সবারে বাসিতে ভালো ?
জ্বলায়ে হৃদয় জ্বালিতে প্রেমের আলো ?
. অলখে রহিয়া কে যাও কহিয়া,
. সুন্দর প্রেম সে যে চারুহেম
. দুখের নিকষে রহে সে চির-উজল ||