এন্ড্রু কিশোর

আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে
সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে।।
তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্তর
ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর
তোমার কত ভালোবাসি
বোঝাব বোঝাব কেমনে।।
সাগরেরই টানে যেমন নদী ছুটে যায়
তেমনি করে আমার এ মন
তোমায় পেতে চায়
তুমি আমার জীবন তরী
তুমি আমার আলো নয়নে।।
 
আমার সারা দেহ খেওগো মাটি
এই চোখ দুটি মাটি খেও না
আমি মরে গেলেও তারে দেখার স্বাধ 
মিটবে নারে মিটবে না।
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না।।
ওরে ইচ্ছা করে বুকের ভেতর
লুকিয়ে রাখি তারে
যেন না পারে সে যেতে আমায়
কোনো দিনও ছেড়ে।
আমি এই জগতে তারে ছাড়া
থাকবো নারে থাকবো না।।
ওরে এই না ভুবন ছাড়তে হবে
দু'দিন আগে-পরে
বিধি একই সঙ্গে রেখো মোদের
একই মাটির ঘরে।
আমি ঐনা ঘরে থাকতে একা
পারবো নারে পারবো না।।
 
কি যাদু করিলা
পিরিতি শিখাইয়া
থাকিতে পারিনা ঘরেতে
প্রাণ সজনী
থাকিতে পারিনা ঘরেতে
কি মন্ত্র পড়িলা
ভাবেতে মজাইলা
থাকিতে পারিনা ঘরেতে
প্রাণ সজনী
থাকিতে পারিনা ঘরেতে।।
নয়ন জুড়াইলা
পরান কাড়িলা
মরমে বাজাইলা
মধুর বাঁশী
পড়ে গো ধলিয়া
হাসিয়া হাসিয়া
তোমারি মুখেতে
পূর্ণ শশী
কি কথা কহিয়া
পাগল বানাইলা
কিছুতে পারিনা সহিতে
প্রাণ সজনী
কিছুতে পারিনা সহিতে।।
আমার লাগিয়া
নিরালে বসিয়া
তোমারে যতনে গড়িল বিধি
মরিব মরণে
তোমারি বিহনে
তোমারে জীবনে না পাই যদি
কি মালা গাঁথিলা
আমারে পরাইলা
কিছুতে পারিনা খুলিতে
প্রাণ সজনী
কিছুতে পারিনা খুলিতে।।
Create a free website Webnode