ইলা বসু 

১.
কত রাজপথ জনপথ ঘুরেছি
মরুভূমি সাগরের সীমানায়
সাতটি সে পৃথিবীর বিস্ময়
তুমি তারও চেয়ে বেশি মনে হয়।
আজ ইতিহাস কত কথা বলছে
মাটি আর নেই চাঁদে চলছে
পরাজিত হিমানীশ হিমালয়
তুমি তারও চেয়ে বেশি নিশ্চয়।
এই পৃথিবীর যত কিছু সুন্দর
দেখেছি যা, বিস্মিত বিস্ময়
তুমি তারও চেয়ে বেশি নিশ্চয়।
ঐ দূরন্ত নদী হার মানছে
আর, বারে অজানাকে জানছে
দুই চোখে সে তো আজ কিছু নয়


২.
আকাশের সিঁড়ি বেয়ে
যখন সন্ধ্যা-মেয়ে
এক-পা এক-পা করে নামতে থাকে
তখন আমার মন
মনে হয় ফুলবন
একটি একটি ফুল ফুট্ তে থাকে॥
বিন্দু বিন্দু ঐ তারার আলো
ছন্দে গন্ধে মন আজ ভরালো
অল্প অল্প করে তোমার ছবি
একটু একটু করে হৃদয় আঁকে॥
লজ্জা লজ্জা রাঙা সন্ধ্যা এলে
লক্ষ লক্ষ তারা সাজায় গগন
স্বপ্ন স্বপ্ন মনে হয় যে তখন।
মন্দ মন্দ ঐ ফাগুন হাওয়া
লগ্ন মগ্ন করে কাছেই চাওয়া
আস্তে আস্তে তাই কখন জানি
এক্ লা এক্ লা মন ভাবতে থাকে॥

 

৩. 

কোলকাতা কোলকাতা

কিছু গান কিছু কথা
কিছু প্রেম-প্রীতি ভালবাসা দিয়ে গড়া
.        আধুনিক রূপকথা
.        কোলকাতা কোলকাতা॥
হিপি আর হিপিনী মিসিসিপি বিকিনী
আদ্দিস আবাবা    বর্মী কি জাপানী
.        মিলে মিশে একাকার অপরূপ সভ্যতা॥

যত মত তত পথ মিছিলেই হাঁটে পথ
মিলে মিশে একাকার যেন এক গল্প তা’
.        কোলকাতা কোলকাতা॥

 

৪.

গান ফুরানো জলসাঘরে
.                   অমন করে আর থেকো না
নিভলে রঙিন ঝাড়লন্ঠন
.                   নেভার পরে আর দেখোনা !
.         যত্নে-শেখা অভিনয়ে
.         যে-মন গেছে কথা কয়ে
.         তার কাঁচা রঙ পাকা করে
.                 প্রাণের ছবি আর এঁকোনা !
বাসি মালা ফেলে দিও
.                 কন্ঠ তোমার আরাম পাবে
রাতের নেশা দিনের আলোয়
.                 কাটবে কত সহজ ভাবে ;
পায়ে বেঁধো বাজবে নূপুর
বাঁধলে বুকে পাবে না সুর
দাও গো বিদায় নাও গো বিদায়
.                 নতুন নামে আর ডেকোনা  !!

 

৫.

ও কালো কোকিল তুমি আর ডেকো না,
যে গেছে যাক না তারে অমন আকুল সুরে পিছু ডেকো না |
থাক না শূন্য শাখা, ঝরুক মুকুল ক্ষতি নেই,
সোনার স্বপ্ন যত হোক সবই ভুল ক্ষতি নেই,
হারানো দিনের পানে অকারণ অভিমানে চেয়ে থেকো না ||
আর এসো না, ওই তুমি কালো পাখা আর মেলো না,
নীরব কুঞ্জে মোর সুর ঢেলো না |
মিলন লগ্ন যদি অকালে ফুরায় ক্ষতি নেই,
আমার সাধের মালা কন্ঠে শুকায় ক্ষতি নেই---
যে ব্যথা আমার মনে তুমি যেন আকারণে খুঁজে দেখো না ||

 

৬.

প্রেম যদি মোর অভিশাপ হলো তবে
ভাঙা বাসরের ঝরা মালা লয়ে বলো গো কী আর হবে ?
তোমার মনের প্রথম মুকুল
জাগাতে কেন যে হল এত ভুল-------
মধুমিলনের মায়াজাল কেন ঘুমাল সুদূর নভে ?
আঁখি খুলে দেখি তোমার নয়নে গভীর বিষাদ ছায়া,
মাধবীবনের মধুবসন্ত ভুলে গেছে মধুমায়া |
সবই আছে তবু কী যেন নাই
বারে বারে শুধু মনে হয় তাই
তুমি এসেছিলে আমার ভুবনে ব্যথার লগন যবে ||