অলকা ইয়াগ্‌নিক

ভালোবাসা যত বড়
জীবন তত বড় নয়
তোমায় নিয়ে হাজার বছর
বাঁচতে বড় ইচ্ছে হয়।।
বড় দেরী করে দেখা হলো
হলো চেনা-জানা
আরো দিন গেল কেটে
মনেরই ঠিকানা
হায় জন্ম থেকেই হয়নি কেন
তোমার আমার পরিচয়।।
শুধু কিছুদিন পাশে পেয়ে
ফুরাবে না আশা
কবে যে মরণ ঝড়ে
ভেঙে যাবে বাসা
হায় সব পেয়েছি তাই কি আমার
সব হারানোর এত ভয়।।