অরুণ দত্ত

১.
কুহুর কবিতা পৃথিবী যে ওই শোনে
বনের ফাগুন জেগে ওঠে যেন মনে
সেই সুর মোর অনুভোবে খুঁজে পাই
তুমি শোনো আর আমি শুধু গান গাই।
কুঞ্জবাসরে বকুল বঁধুর কানে
মৌ প্রিয়া ওই সুরেরি মন্ত্র আনে
মোর গানে আজ তুমি ছাড়া কেহ নাই
আমি গাই গান তুমি শুধু শোনো তাই
বাতাস রাখাল বাঁশিটিরে ভরে সুরে
তাই শোনে রাত তারা দীপ জ্বালে দূরে
মোর গান আজ তারি যে প্রেরণা চায়
তুমি শোনো ওগো আমি শুধু গান গাই।
তটিনীর স্রোত সুরের স্বপন ভরে
তটের পরাণ সে শুধু মুগ্ধ করে
তারি ‘পরে মোর সুরের খেয়াটি বাই
আমি গাই গান তুমি যেন শোনো তাই।

২.
ও পাখি উড়ে যা
যাবি দূরে যা যা ।
এ মনেরও আকাশে সে যে ডাকিনি
তোকে খাচাতে বেধেও আমি রাখিনি ।
ও পিছু ডাকবনা তুই চলে গেলে
আমিও দূরে থাকব সরে ।
খুজে অন্য আকাশে পাবি শান্তি
আমি জানি এ তোর চিন্তার ভ্রান্তি ।
ও তুই ভাবলিনা মন ভেঙে গেলে
কি করে মন জুড়বি পরে ।

 

1.   আমি যে প্রদীপ জ্বলিতেই শুধু পারি
      ( Ami Je Pradeep Jwolitei Shudhu Pari )
      সুর        : অনুপম ঘটক ( Anupam Ghatak )

2.   ও পাখি উড়ে যা
      ( O Pakhi Ure Ja )
      সহশিল্পী :  ( Haimanti Shukla )
      সুর        : অনুপম ঘটক ( Anupam Ghatak )

3.   কুহুর কবিতা পৃথিবী যে ওই শোনে
      ( Kuhur Kobita Prithibi Je Oi Shone )
      সুর        : অনুপম ঘটক ( Anupam Ghatak )

4.   পাখি বলে কারে দেবো
      ( Pakhi Bole Kare Debo )
      সহশিল্পী :  ( Haimanti Shukla )
      সুর        : অনুপম ঘটক ( Anupam Ghatak )

5.   পায়ে চলা পথ যেথায় গিয়েছে থেমে
      ( Paye Chola Path Jethay Gechhe Theme )
      সুর        : অনুপম ঘটক ( Anupam Ghatak )

6.   সূর্য্যে রৌদ্রে পুড়িয়ে
      ( Surje Roudre Puriye )