১.
কৃষ্ণ প্রেমে পোড়া দেহ কি দিয়ে জুড়াই বলো সখি?
কে বুঝবে অন্তরের ব্যথা কে মোছাবে আঁখি?
যে দেশেতে আছে আমার বন্ধু চাঁদ কালা,
সে দেশেতে যাব নিয়ে ফুলের মালা।
নগর গাঁয়ে ঘুরবো আমি যোগিনী বেশ ধরি।
তোমরা যদি দেখে থাকো খবর দিও তারে,
নইলে আমি প্রাণ ত্যাজিব যমুনারই নীরে,
কালা আমায় করে গেল অসহায় একাকী।
কালাচাঁদকে হারাইয়ে হইলাম যোগিনী,
কত দিবা নিশি গেল কেমনে জুড়াই প্রাণী?
লালন বলে, যুগল চরণ আমার ভাগ্যে হবে কি?
২.
ঝিঙা ফুল হলুদ মেখে আহা মরি মরি!
এসেছে আমার দেশে ভিনদেশী পরী।
অকূলে ভাসালামরে ভালবাসার তরী,
লিয়েছে আমার মন না দেখা সুন্দরী।
সে আকুলের কাঁটা বধু ছাড়ালে না ছাড়ে,
চোখের আড়ে গেলে বধু ভালবাসা বাড়ে,
মেঘের মাদলে নাচে মনের ময়ূরী।।
নদী চরে চোরাবালি ডুবে গেল পা
কলঙ্কেতে কালো মুখ কোথা যাবি যাঃ
কালোয়-ভালোয় মিলে মিশে প্রেমের মাধুরী।।