গানের ঝরণাতলায় তুমি এলে
অজ্ঞাত
কথা - শ্যামল গুপ্ত
সুর প্রভাস দে
এই ক্ষণটুকু কেন এত ভালো লাগে
সে কি জীবনে প্রথম প্রেম এসেছে বলে,
আকাশ দিয়েছে ধরা আঁখির কোলে ||
আমারই মনের যেন পরশ পেয়ে
আলোয় আলোয় গেছে ভুবন ছেয়ে
আমারই প্রাণের রাগে গোলাপ রাঙা হয়ে দুয়ার খোলে ||
কে জানে কোথায় ছিল এত যে কথা
কাকলি কূজনে যারা এনেছে ওগো আজ এ অধীরতা
আমারই নিঝর হল আঝোর ঝরা,
আমারই হাসির মায়া বনের সবুজ ওই স্বপনে দোলে ||
সুর প্রভাস দে
এই ক্ষণটুকু কেন এত ভালো লাগে
সে কি জীবনে প্রথম প্রেম এসেছে বলে,
আকাশ দিয়েছে ধরা আঁখির কোলে ||
আমারই মনের যেন পরশ পেয়ে
আলোয় আলোয় গেছে ভুবন ছেয়ে
আমারই প্রাণের রাগে গোলাপ রাঙা হয়ে দুয়ার খোলে ||
কে জানে কোথায় ছিল এত যে কথা
কাকলি কূজনে যারা এনেছে ওগো আজ এ অধীরতা
আমারই নিঝর হল আঝোর ঝরা,
আমারই হাসির মায়া বনের সবুজ ওই স্বপনে দোলে ||
কথা - শ্যামল গুপ্ত
সুর - প্রভাস দে
আমি আজ আকাশের মতো একলা---
কাজল মেঘের ভাবনায়
বাদলের এই রাত ঘিরেছে ব্যথায় ||
সজল উদাস বায়ে বুকের কাছে
স্মরণের তারাগুলি ঘুমায়ে আছে---
বিলাপের ভাঙা সুর থেমে গেছে আঁধার বীণায় ||
দুটি গান দুটি প্রাণ দুটি মন
এই নিয়ে দু’জনের এ ভুবন---
এ জীবন দেখেছিল শরতের সোনার স্বপন |
সে সাধ কি আজ কাঁদে নিরালা
নিয়ে শুধু বিজলীর দহনজ্বালা,
চকিত আলোয় তার আঁখি মোর দিশা য়ে হারায় ||
সুর - প্রভাস দে
আমি আজ আকাশের মতো একলা---
কাজল মেঘের ভাবনায়
বাদলের এই রাত ঘিরেছে ব্যথায় ||
সজল উদাস বায়ে বুকের কাছে
স্মরণের তারাগুলি ঘুমায়ে আছে---
বিলাপের ভাঙা সুর থেমে গেছে আঁধার বীণায় ||
দুটি গান দুটি প্রাণ দুটি মন
এই নিয়ে দু’জনের এ ভুবন---
এ জীবন দেখেছিল শরতের সোনার স্বপন |
সে সাধ কি আজ কাঁদে নিরালা
নিয়ে শুধু বিজলীর দহনজ্বালা,
চকিত আলোয় তার আঁখি মোর দিশা য়ে হারায় ||
কথা - প্রণব রায়
পরদেশী কোথা যাও থাম গো হেথা পলাশবনের পাশে----
একটুখানি বসো মোর আঙিনায় দেখো চাঁদ উঠেছে আকাশে ||
ঝিরিঝিরি চৈতালী বায়
আদর করিবে তব গায়
অলস আঁখির পাতা আসিবে ঢুলে মহুয়ার ফুল সুবাসে ||
দোলনচাঁপার শাখে দোলনা বেঁধে দুলিব------
মোরা দুলিব দু’জন মিলে ;
দুটি মরালসম দোঁহে সাঁতার দেব নীল শালুকের ঝিলে |
জোছনায় বনতরু তলে
রচিব শয়ন ফুলদলে
রাতের পাখির মত ঘুমাব দোঁহে মধুর স্বপন বিলাসে ||
পরদেশী কোথা যাও থাম গো হেথা পলাশবনের পাশে----
একটুখানি বসো মোর আঙিনায় দেখো চাঁদ উঠেছে আকাশে ||
ঝিরিঝিরি চৈতালী বায়
আদর করিবে তব গায়
অলস আঁখির পাতা আসিবে ঢুলে মহুয়ার ফুল সুবাসে ||
দোলনচাঁপার শাখে দোলনা বেঁধে দুলিব------
মোরা দুলিব দু’জন মিলে ;
দুটি মরালসম দোঁহে সাঁতার দেব নীল শালুকের ঝিলে |
জোছনায় বনতরু তলে
রচিব শয়ন ফুলদলে
রাতের পাখির মত ঘুমাব দোঁহে মধুর স্বপন বিলাসে ||
পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝরণা বলো
ওই পাহাড়টা বোবা বলেই কিছু বলে না
তোমরা কেন বোঝো না যে
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না।।
ধরতে বুকে এক ফোটা জল
কেউ জানে না কত ব্যথায় মেঘের হৃদয় হলো কাজল
তোমরা দেখো বৃষ্টি নুপূর
দেখোনা, আঘাত ছাড়া মেঘ তো গলে না
ওই কালো মেঘ বোবা বলেই কিছু বলে না
তোমরা কেন বোঝো না যে
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না।।
ফুটতে বনে এক গোছা ফুল
কেউ জানে না কি আগুনে রঙের নেশায় হলো আকুল
তোমরা দেখো মিষ্টি বরণ
দেখোনা, দহন ছাড়া অগ্নি জ্বলে না
ওই ফোটা ফুল বোবা বলেই কিছু বলে না
তোমরা কেন বোঝো না যে
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না।।
ওই পাহাড়টা বোবা বলেই কিছু বলে না
তোমরা কেন বোঝো না যে
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না।।
ধরতে বুকে এক ফোটা জল
কেউ জানে না কত ব্যথায় মেঘের হৃদয় হলো কাজল
তোমরা দেখো বৃষ্টি নুপূর
দেখোনা, আঘাত ছাড়া মেঘ তো গলে না
ওই কালো মেঘ বোবা বলেই কিছু বলে না
তোমরা কেন বোঝো না যে
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না।।
ফুটতে বনে এক গোছা ফুল
কেউ জানে না কি আগুনে রঙের নেশায় হলো আকুল
তোমরা দেখো মিষ্টি বরণ
দেখোনা, দহন ছাড়া অগ্নি জ্বলে না
ওই ফোটা ফুল বোবা বলেই কিছু বলে না
তোমরা কেন বোঝো না যে
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না।।
চেনা চেনা লাগে তবু অচেনা,
ভালোবাসো যদি কাছে এসো না।।
এলোমেলো পথে চলা,
মনে মনে কথা বলা
আকাশ ভরা স্বপ্ন ঝরা
আকুল করা বেদনা।।
তুমি আমি যেন নদী
চলে যাব নিরবধি
অজানা দেশে যেখানে এসে
আঁধারে মেশে জ্যোছনা।।
ভালোবাসো যদি কাছে এসো না।।
এলোমেলো পথে চলা,
মনে মনে কথা বলা
আকাশ ভরা স্বপ্ন ঝরা
আকুল করা বেদনা।।
তুমি আমি যেন নদী
চলে যাব নিরবধি
অজানা দেশে যেখানে এসে
আঁধারে মেশে জ্যোছনা।।
এখানে দুজনে নির্জনে
সাজাবো প্রেমেরও পৃথিবী
পাখি শোনাবে যে গান
সুরে ভরে দেবে প্রাণ
ফুল দেবে ছড়িয়ে সুরভি।।
তুমি আমি হয়ে যাবো একাকার
প্রেম ছাড়া রবে না কিছু আর
তুমি সূর্য তুমি চন্দ্র
আমার দুটি নয়নে।।
এসো এসো হৃদয়েরও বিছানায়
দিন যেন এভাবেই কেটে যায়
আমি ধন্য আমি পূর্ণ
তোমায় পেয়ে জীবনে।।
সাজাবো প্রেমেরও পৃথিবী
পাখি শোনাবে যে গান
সুরে ভরে দেবে প্রাণ
ফুল দেবে ছড়িয়ে সুরভি।।
তুমি আমি হয়ে যাবো একাকার
প্রেম ছাড়া রবে না কিছু আর
তুমি সূর্য তুমি চন্দ্র
আমার দুটি নয়নে।।
এসো এসো হৃদয়েরও বিছানায়
দিন যেন এভাবেই কেটে যায়
আমি ধন্য আমি পূর্ণ
তোমায় পেয়ে জীবনে।।
তুমি এমনই জাল পেতেছো সংসারে
কার বা এমন সাধ্য আছে
এই মায়াজাল ছিঁড়ে যেতে পারে।।
আমার মনের মাঝে বসে যে প্রেম
নিত্য বাজায় বাঁশী।
জগৎ জুড়ে তারই খোঁজে
হলাম পরবাসী।
বন্ধ চোখে রূপ দেখি যার
দু'চোখে মেলে পাই না খুঁজে তারে।।
আমার সুখের ঘরে দিয়ে তালা
সুখ পিয়াসে মরি।
নিজের সাথে খেলি নিজেই
নিঠুর লুকোচুরি।
পূর্ণ চাঁদে দৃষ্টি দিলে
গ্রহণ যেন লাগে বারে বারে।।
কার বা এমন সাধ্য আছে
এই মায়াজাল ছিঁড়ে যেতে পারে।।
আমার মনের মাঝে বসে যে প্রেম
নিত্য বাজায় বাঁশী।
জগৎ জুড়ে তারই খোঁজে
হলাম পরবাসী।
বন্ধ চোখে রূপ দেখি যার
দু'চোখে মেলে পাই না খুঁজে তারে।।
আমার সুখের ঘরে দিয়ে তালা
সুখ পিয়াসে মরি।
নিজের সাথে খেলি নিজেই
নিঠুর লুকোচুরি।
পূর্ণ চাঁদে দৃষ্টি দিলে
গ্রহণ যেন লাগে বারে বারে।।
আকাশের হাতে আছে এক রাশ নীল,
বাতাসের আছে কিছু গন্ধ।
রাত্রির গায়ে জ্বলে জোনাকী
তটিনীর বুকে মৃদু ছন্দ।।
আমার এ দু'হাত শুধু রিক্ত,
আমার এ দু'চোখ জলে সিক্ত।
বুক ভরা নীরবতা নিয়ে অকারণ
আমার এ দুয়ার হলো বন্ধ।।
ভেবে তো পাইনি আমি
কি হলো আমার।
লজ্জা প্রহরে কেন,
খোলে নাকো দ্বার।
জানি না কেমন করে বলব,
খেয়ালে কতই ভেসে চলব।
বলি বলি করে তবু বলা হলো না।
জানি না কিসে এতো দ্বন্দ্ব।।
বাতাসের আছে কিছু গন্ধ।
রাত্রির গায়ে জ্বলে জোনাকী
তটিনীর বুকে মৃদু ছন্দ।।
আমার এ দু'হাত শুধু রিক্ত,
আমার এ দু'চোখ জলে সিক্ত।
বুক ভরা নীরবতা নিয়ে অকারণ
আমার এ দুয়ার হলো বন্ধ।।
ভেবে তো পাইনি আমি
কি হলো আমার।
লজ্জা প্রহরে কেন,
খোলে নাকো দ্বার।
জানি না কেমন করে বলব,
খেয়ালে কতই ভেসে চলব।
বলি বলি করে তবু বলা হলো না।
জানি না কিসে এতো দ্বন্দ্ব।।
সুখে থাকো ও আমার নন্দিনী
হয়ে কারো ঘরনী
জেনে রাখো প্রাসাদেরও বন্দিনী
প্রেম কভূ মরেনি।।
চলে গেছো কিছুতো বলে যাও নি
পিছুতো ফিরে চাও নি
আমিও পিছু ডাকিনি
বাধা হয়ে বাঁধিনি।।
ভুলে আছো কখনো মনে করো নি
দু’ফোটা জলও ফেলো নি
আমি তো ভুলে থাকিনি
রাখি খুলে রাখিনি।।
সুখে থাকো ও আমার নন্দিনী
হয়ে কারো ঘরনী
জেনে রাখো প্রাসাদেরও বন্দিনী
হয়ে কারো ঘরনী
জেনে রাখো প্রাসাদেরও বন্দিনী
প্রেম কভূ মরেনি।।
চলে গেছো কিছুতো বলে যাও নি
পিছুতো ফিরে চাও নি
আমিও পিছু ডাকিনি
বাধা হয়ে বাঁধিনি।।
ভুলে আছো কখনো মনে করো নি
দু’ফোটা জলও ফেলো নি
আমি তো ভুলে থাকিনি
রাখি খুলে রাখিনি।।
সুখে থাকো ও আমার নন্দিনী
হয়ে কারো ঘরনী
জেনে রাখো প্রাসাদেরও বন্দিনী
সুখে থাকো ও আমার নন্দিনী
হয়ে কারো ঘরনী
জেনে রাখো প্রাসাদেরও বন্দিনী
প্রেম কভূ মরেনি।।
চলে গেছো কিছুতো বলে যাও নি
পিছুতো ফিরে চাও নি
আমিও পিছু ডাকিনি
বাধা হয়ে বাঁধিনি।।
ভুলে আছো কখনো মনে করো নি
দু’ফোটা জলও ফেলো নি
আমি তো ভুলে থাকিনি
রাখি খুলে রাখিনি।।
সুখে থাকো ও আমার নন্দিনী
হয়ে কারো ঘরনী
জেনে রাখো প্রাসাদেরও বন্দিনী
প্রেম কভূ মরেনি।।
হয়ে কারো ঘরনী
জেনে রাখো প্রাসাদেরও বন্দিনী
প্রেম কভূ মরেনি।।
চলে গেছো কিছুতো বলে যাও নি
পিছুতো ফিরে চাও নি
আমিও পিছু ডাকিনি
বাধা হয়ে বাঁধিনি।।
ভুলে আছো কখনো মনে করো নি
দু’ফোটা জলও ফেলো নি
আমি তো ভুলে থাকিনি
রাখি খুলে রাখিনি।।
সুখে থাকো ও আমার নন্দিনী
হয়ে কারো ঘরনী
জেনে রাখো প্রাসাদেরও বন্দিনী
প্রেম কভূ মরেনি।।
ঐ ঝিনুক ফোঁটা সাগর বেলায়
আমার ইচ্ছে করে।
আমি মন ভেজাব ঢেউয়ের মেলায়
তোমার হাতটি ধরে।।
আকাশ থেকে ফেলবে ছায়া
মেঘে ভেসে যাওয়া,
শুনব দু'জন কি বলে যায়
উদাস দক্ষিণ হাওয়া।
দূরের ওই গাঙচিলেরা
নামবে জলের প'রে।।
আমার চোখে চোখটি ছুঁয়ে
বলবে কথা তুমি,
পাখির ডানায় দৃষ্টি রেখে
শুনব নিরব আমি।
বুকের সব ইচ্ছেগুলো
বাজবে নতুন সুরে।।
আমার ইচ্ছে করে।
আমি মন ভেজাব ঢেউয়ের মেলায়
তোমার হাতটি ধরে।।
আকাশ থেকে ফেলবে ছায়া
মেঘে ভেসে যাওয়া,
শুনব দু'জন কি বলে যায়
উদাস দক্ষিণ হাওয়া।
দূরের ওই গাঙচিলেরা
নামবে জলের প'রে।।
আমার চোখে চোখটি ছুঁয়ে
বলবে কথা তুমি,
পাখির ডানায় দৃষ্টি রেখে
শুনব নিরব আমি।
বুকের সব ইচ্ছেগুলো
বাজবে নতুন সুরে।।
কথা - শ্যামল গুপ্ত
আজ এই রাত জলসার রাত সোহাগেরি রাত-----দুজনেরি রাত-----
আঁখিতে কাজল আঁকি পিয়া নাম লিখে রাখি, রূপেরই প্রদীপ জ্বেলে
আঁচল ঢাকি ভালোবাসার এ রাত , গজলের রাত বেহিসাবী রাত
নেশা মেশা রাত----- প্রথম দেখাতে হয়েছি তোমার আঁধারে এনেছো
আলোর জোয়ার, রঙে রঙে গন্ধে উজ্জ্বল আনন্দে প্রেমেরই কমল
ফুটেছে এবার, কিসেরই এত যে দ্বিধা বোঝে না এ ইশারা কি
এসো গো ভ্রমর বধূ পিপাসা মেটাবে না কি আঁখিতে
আজ এই রাত জলসার রাত সোহাগেরি রাত-----দুজনেরি রাত-----
আঁখিতে কাজল আঁকি পিয়া নাম লিখে রাখি, রূপেরই প্রদীপ জ্বেলে
আঁচল ঢাকি ভালোবাসার এ রাত , গজলের রাত বেহিসাবী রাত
নেশা মেশা রাত----- প্রথম দেখাতে হয়েছি তোমার আঁধারে এনেছো
আলোর জোয়ার, রঙে রঙে গন্ধে উজ্জ্বল আনন্দে প্রেমেরই কমল
ফুটেছে এবার, কিসেরই এত যে দ্বিধা বোঝে না এ ইশারা কি
এসো গো ভ্রমর বধূ পিপাসা মেটাবে না কি আঁখিতে