গানের ঝরণাতলায় তুমি এলে
অখিলবন্ধু ঘোষ
<script data-ad-client="ca-pub-9751868248057659" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
১.
ও দয়াল বিচার করো দাও না তারে ফাঁসি
আমায় গুণ করেছে, আমায় খুন করেছে
আমায় গুণ করেছে, খুন করেছে ও বাঁশি।
সে আমার মনের মানুষ বলে, মরেছি অনেক জ্বালায় জ্বলে।
এবার দাও গো সমন, সাক্ষী দেব হব সর্বনাশী।
বেজো না যখন-তখন, বলেছিলেম যারে
সেকথা সত্যি ভেবে মরণজ্বালা আনতে সে কি পারে?
আমি যে মুখেই মানা করি, মরমে তারই পায়ে পড়ি
ও দয়া-ল, ও দয়াল দিব্যি করে বলছি তোমায় তারেই ভালবাসি।
www.youtube.com/watch?v=EifpZyp6TOI
শ্রাবণরাতি বাদল নামে, কোথা তুমি এসো ফিরে
কেতকী ঝরে পথের 'পরে বাঁধন ছিঁড়ে।
বেতস বনে বাতাস কাঁদে, সে শুধু সুরে বেদন সাধে,
অকূল আঁধার জাগিয়ে মম পরাণ ঘিরে।
হে মেঘ, জানো কি তুমি প্রিয়া কোথায় আছে
বিরহ ব্যথা কহিব বলো কাহার কাছে
বোঝেনা সে কি কেন যে কাঁদি, মালায় বলো কাহারে বাঁধি
মরমে জ্বালা প্রদীপখানি নিভিল ধীরে।
ও দয়াল বিচার করো দাও না তারে ফাঁসি
আমায় গুণ করেছে, আমায় খুন করেছে
আমায় গুণ করেছে, খুন করেছে ও বাঁশি।
সে আমার মনের মানুষ বলে, মরেছি অনেক জ্বালায় জ্বলে।
এবার দাও গো সমন, সাক্ষী দেব হব সর্বনাশী।
বেজো না যখন-তখন, বলেছিলেম যারে
সেকথা সত্যি ভেবে মরণজ্বালা আনতে সে কি পারে?
আমি যে মুখেই মানা করি, মরমে তারই পায়ে পড়ি
ও দয়া-ল, ও দয়াল দিব্যি করে বলছি তোমায় তারেই ভালবাসি।
www.youtube.com/watch?v=EifpZyp6TOI
২.
যেন কিছু মনে কোরো না কেউ যদি কিছু বলে
কত কিই যে সয়ে যেতে হয় ভালবাসা হলে।
কেউ যদি দেখে ফেলে, আসো তুমি এই পথে
তার কোনো কথা শুনে থেমো না গো কোনমতে
চোখ দুটি ভরো না অভিমানী আঁখিজলে।
ফাগুনকে আরো মনে পড়ে মেঘ এলে ফাগুনে
সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে
তাই বলি ব্যথা পেলে, ভেঙে তুমি পড়ো না গো
স্বরলিপি নাই থাক গান ভুল কোরো না গো
সব কথা গঞ্জনা মানো শুধু খেলাছলে।
www.youtube.com/watch?v=o1v3z2EUgcM
শ্রাবণরাতি বাদল নামে, কোথা তুমি এসো ফিরে
কেতকী ঝরে পথের 'পরে বাঁধন ছিঁড়ে।
বেতস বনে বাতাস কাঁদে, সে শুধু সুরে বেদন সাধে,
অকূল আঁধার জাগিয়ে মম পরাণ ঘিরে।
হে মেঘ, জানো কি তুমি প্রিয়া কোথায় আছে
বিরহ ব্যথা কহিব বলো কাহার কাছে
বোঝেনা সে কি কেন যে কাঁদি, মালায় বলো কাহারে বাঁধি
মরমে জ্বালা প্রদীপখানি নিভিল ধীরে।