গানের ঝরণাতলায় তুমি এলে
অংশুমান রায়
বলি, ও খোকার মা
. পান খেয়ে গাল পুড়েছে
এখন তোকে কি করে আদর করি বল্
সন্দেহ তুই করিস্ না রে
. ভাবিস্ না এ-ছল্ ||
আমায় পান দিয়েছে দোকানী
পানের ভিতর কি ছিল, দেখেনি
সেই পান খেয়ে চোখে শুধু ঝরে জল
সন্দেহ তুই করিস্ না রে
. ভাবিস্ না এ-ছল্ ||
পানের পাতা মিঠা
মেয়ের মিঠা মিঠা হাসি
খয়ের গুঁড়া গুঁড়া
আর সুপারিটা বেশি |
তখন কেন আমি বুঝিনি
বোধহয়, পানেতে দেওয়া ছিল মোহিনী
হাতে হাতে তাই পাচ্ছি প্রতিফল
সন্দেহ তুই করিস্ না রে
. ভাবিস্ না এ-ছল্ ||
. পান খেয়ে গাল পুড়েছে
এখন তোকে কি করে আদর করি বল্
সন্দেহ তুই করিস্ না রে
. ভাবিস্ না এ-ছল্ ||
আমায় পান দিয়েছে দোকানী
পানের ভিতর কি ছিল, দেখেনি
সেই পান খেয়ে চোখে শুধু ঝরে জল
সন্দেহ তুই করিস্ না রে
. ভাবিস্ না এ-ছল্ ||
পানের পাতা মিঠা
মেয়ের মিঠা মিঠা হাসি
খয়ের গুঁড়া গুঁড়া
আর সুপারিটা বেশি |
তখন কেন আমি বুঝিনি
বোধহয়, পানেতে দেওয়া ছিল মোহিনী
হাতে হাতে তাই পাচ্ছি প্রতিফল
সন্দেহ তুই করিস্ না রে
. ভাবিস্ না এ-ছল্ ||
কারও কেনা নয় এই পৃথিবী
আমাদের-জেনে রেখো বন্ধু
ঘাম আর রক্তকে ঝরিয়ে
পৃথিবীকে সাজিয়েছি বন্ধু ||
হাতের মুঠোয় করে পৃথিবী
যারা চায় অধিকার রাখতে
পৃথিবী তাঁদের কেনা নহে তো
পদতলে পারবে না রাখতে ||
ঈগলের ডানা-মেলা ছায়াতে
আমদানী করে যারা যুদ্ধ
আরবে, ইরাকে, ইরানে
নিজেরাই হবে অবরুদ্ধ ||
আমাদের সুন্দর পৃথিবী
ভাসমান রক্ত-সমুদ্রে
লালসা-লালিত থাবা মাটিতে
ওঠাও ওঠাও হাত ঊর্ধ্বে ||
স্বাধীনতা, শান্তির শত্রু
আসে ওই চিনে রাখো, বন্ধু
জনতার একতার হাতিয়ার
প্রস্তুত করে রাখো বন্ধু ||
আমাদের-জেনে রেখো বন্ধু
ঘাম আর রক্তকে ঝরিয়ে
পৃথিবীকে সাজিয়েছি বন্ধু ||
হাতের মুঠোয় করে পৃথিবী
যারা চায় অধিকার রাখতে
পৃথিবী তাঁদের কেনা নহে তো
পদতলে পারবে না রাখতে ||
ঈগলের ডানা-মেলা ছায়াতে
আমদানী করে যারা যুদ্ধ
আরবে, ইরাকে, ইরানে
নিজেরাই হবে অবরুদ্ধ ||
আমাদের সুন্দর পৃথিবী
ভাসমান রক্ত-সমুদ্রে
লালসা-লালিত থাবা মাটিতে
ওঠাও ওঠাও হাত ঊর্ধ্বে ||
স্বাধীনতা, শান্তির শত্রু
আসে ওই চিনে রাখো, বন্ধু
জনতার একতার হাতিয়ার
প্রস্তুত করে রাখো বন্ধু ||
আমার বেটার বিয়া দিব
. সময় হয়েছে
কলিকাতায় পুলিশেতে
. কাম মিলেছে
. বাজারে মাদলে বোল
. ধিতাং ধিতাং ধিন্ তা ধিতাং ধিতাং ||
বেটার আমার চাক্ রী ভাল
. হুকুম করে জারি
হাত দেখালে দাঁড়াই যাবে
. লাট-বেলাটের গাড়ি
পায়ে জুতো মাথায় টুপি
. বেটা সাহেব সেজেছে ||
দাবী কিছু করব না হে, ঝুটা বলছি নাই
মেয়ের জন্য কেবল একটা বেনারসী চাই
মেয়ের বাপ শুনি রাখো চিন্তা তোমার নাই
কেবল, রেতে ডিউটি পড়লে মেয়ে একা থাকবে ভাই
চাকরী বেটার পাকা বড় সুখে রয়েছে ||
. সময় হয়েছে
কলিকাতায় পুলিশেতে
. কাম মিলেছে
. বাজারে মাদলে বোল
. ধিতাং ধিতাং ধিন্ তা ধিতাং ধিতাং ||
বেটার আমার চাক্ রী ভাল
. হুকুম করে জারি
হাত দেখালে দাঁড়াই যাবে
. লাট-বেলাটের গাড়ি
পায়ে জুতো মাথায় টুপি
. বেটা সাহেব সেজেছে ||
দাবী কিছু করব না হে, ঝুটা বলছি নাই
মেয়ের জন্য কেবল একটা বেনারসী চাই
মেয়ের বাপ শুনি রাখো চিন্তা তোমার নাই
কেবল, রেতে ডিউটি পড়লে মেয়ে একা থাকবে ভাই
চাকরী বেটার পাকা বড় সুখে রয়েছে ||